ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, রংপুর

নিজস্ব অর্থায়নে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন এবং আগামি শুষ্ক মৌসুমেই প্রকল্পের কাজ শুরু করাসহ ৬ দফা দাবিতে তিস্তা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে  তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে কাউনিয়ায় তিস্তা রেলসেতু চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী,গাইবান্ধা, কাউনিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে এলাকার  কয়েক হাজার মানুষ যানবাহন করে ব্যানার, ফেস্টুন, প্লাাকার্ডসহ তিস্তা রেল সেতু এলাকায় এসে দলে-দলে যোগ দেন। 

পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবি জানিয়েছে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্ব ও সম্পাদক শফিয়ার রহমান এর সঞ্চালনায় সমাবেশ উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর