ঢাকা, সোমবার, ৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় নাহিদ (২২) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী। রবিবার সন্ধ্যার দিক টাঙ্গাইল-জামালপুর সড়কের কালিহাতী উপজলার ইছাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। নাহিদ উপজেলার মশাজান এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন নাহিদ। পথে বাসটি ইছাপুর পৌঁছালে সামনে থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। এ ঘটনায় আহত অপর এক ব্যক্তিকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি কামরুল ফারুক গণমাধ্যমে জানান, বাসটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর