ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুষ্টিয়ায় রাসেলস ভাইপার নিয়ে সেমিনার
কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া মেডিকেল কলেজে (কুষমেক) রাসেল ভাইপার ও সাপের কামড়ে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি হয় মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে কলেজের হলরুমে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহিন মোহাম্মদ মাহবুবুর রহমান। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আক্রামুজ্জামান মিন্টুসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দরা বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা, কোন ব্যাক্তিকে রাসেল ভাইপারসহ যে কোন বিষধর সাপে কামড় দিলে ওঝার কাছে না যেয়ে সরাসরি নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার আহবান জানান।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর