ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোপালগঞ্জে রোগীদের মাঝে চেক বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৬টি দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ৩২৮ জনের মধ্যে ৫০ হাজার টাকা করে এক কোটি চৌষট্টি লাখ টাকার চেক বিতরণ করেছে সমাজ সেবা অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে এসব চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।   গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, রোগী দূর্গা রানী সাহা, ভোলানাথ বিশ্বাস, সালেহা বেগম প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে আসা দুরারোগ্য ৬টি ব্যাধিতে আক্রান্ত রোগীরা চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর