ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুড়িগ্রামে কমছে পানি, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গত দু’দিন ধরে সবকটি নদ-নদীর পানি দ্রুত কমছে। কিন্তু সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর ৫টি পয়েন্টে পানি দ্রুত হ্রাস পেয়ে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া, চিলমারী ও হাতিয়া পয়েন্টে এখনও বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

বন্যা কবলিত হয়ে পড়েছেন জেলার ৯ উপজেলার ৪৯টি ইউনিয়নের ৪ শতাধিক গ্রাম। এসব এলাকার চর ও দ্বীপচরের প্রায় ২ লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী জীবন যাপন করছেন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্যার পানিতে তলিয়ে আছে ঘর-বাড়ি, চৌকি ও মাচান। অনেকের একমাত্র কলার গাছের ভেলাই ভরসা চলচলের। বাঁধের রাস্তা ও উঁচু বিদ্যালয়ের দালান ঘরে এবং বন্যা আশ্রয়কেন্দ্রে রয়েছেন অনেক বানভাসি। অনেকের ঘরের মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় পড়েছেন বিপাকে। 

অপরদিকে, তিস্তা নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।এ নদীতে পানি অনেক কমে গিয়ে ভাঙন প্রবল আকার ধারণ করেছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এ পর্যন্ত ২১লাখ ৮৫ হাজার টাকা, ৩৮৭ মেট্রিক টন চাল, ১৮ হাজার ৯৮০ প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের জন্য বিতরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ২৮৯ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ৮লাখ টাকা মওজুদ রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর