ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোটা সংস্কারের দাবি
খুলনায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার নতুন রাস্তার মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল, কোটাপদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে খুুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তার মোড়ে জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন।

এতে খুলনা-যশোর মহাসড়কে যানচলাচল ও রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বেনাপোল থেকে আসা একটি ট্রেন খুলনা রেলস্টেশনে ঢুকতে বাধা দেয়।

অপরদিকে, বিকাল ৩টায় শিক্ষার্থীদের আরেকটি অংশ খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা বাইপাস সাচিবুনিয়া মোড়ে অবস্থান নেবে। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর