ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি

কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারী মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে এবং দেশে সরকারি চাকরি করার আগ্রহ হারাবে। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর