ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোটা সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ
কিশোরগঞ্জ প্রতিনিধি:

সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে বুধবার কিশোরগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ভৈরব মহাসড়কের বড়পুল মোড়ে অবরোধ কর্মসূচি পালিত হয়।

এর আগে গুরুদয়াল সরকারি কলেজ চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স সংলগ্ন বড়পুল মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ও ভৈরবগামী সব ধরণের যানবাহন বিভিন্ন প্রান্তে আটকা পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে অবরোধ। বক্তব্য আর নানা স্লোগানে মুখরিত করে রাখেন তারা। 

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অভি চৌধুরী, এনামুল হক, ইকরাম হোসেন, ফয়সাল আহমেদ, আফসানা প্রমুখ। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর