ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্র মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে পার্শ্ববর্তী ডোবারচর বাইনপাড়া গ্রামের মো. আমজাদের ছেলে মো. সুমন (১৩) ও একই গ্রামের মো. মহিরের ছেলে মো. সুফল (১৩)।

তারা দু’জনই স্থানীয় ডোবারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তা মোড়ের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে।

এসময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় তারা। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। তবে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা জাল ফেলে সুমন ও সুফলের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই কিশোরের লাশ তাদের নিজ নিজ বাড়িতে আছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর