ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টাঙ্গাইলে নদীর পানি কমলেও তীব্র হচ্ছে ভাঙন
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে সব নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। জেলার যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 

পানি কমার সাথে সাথে প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে জেলার ভুঞাপুর, বাসাইল, দেলদুয়ার ও নাগরপুর উপজেলার ১৫টি ইউনিয়নের শতাধিক গ্রামের নদী তীরবর্তী এলাকার বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলী জমি, রাস্তা, কবরস্থান,মসজিদসহ অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে। ফলে বন্যা ও ভাঙ্গনে নদীপাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাদের দাবি, জরুরিভাবে নদী ভাঙন রোধ করা হোক এবং বন্যার্তদের সরকারি সহায়তা করা হোক।

এদিকে বন্যার পানির চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় সার্ভিস লেনের পাশে কিছু অংশ ভেঙ্গে যায়। পরে তাৎক্ষণিক সড়ক বিভাগ, ব্লক ও মাটি ফেলে মেরামত করে। এছাড়া বন্যার পানিতে জেলার গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, ফসলি জমি তলিয়ে গেছে। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর