ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টাঙ্গাইলে যমুনার পানি কমলেও ভোগান্তিতে পানিবন্দি মানুষ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় শনিবার যমুনা, ঝিনাই এবং ধলেশ্বরী নদীর পানি কমলেও এখনো অনেক পরিবার পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছেন। 

জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলী জমিসহ অন্যান্য স্থাপনা বন্যা কবলিত হয়ে আছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্যা কবলিত, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। 

শনিবার সকাল ৯টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে, যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফটিকজানি নদী, বংশাই নদীর পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর