ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোপালগঞ্জে নকল পণ্যের কারখানার সন্ধান
গোপালগঞ্জ প্রতিনিধি
জব্দকৃত পণ্য

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামে নকল পণ্যের কারখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেবগাতুল্যাহ অভিযান পরিচালনা করেন।

কারখানার মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের ইনচার্জ ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ফজলুর রহমান, ড্রাগ সুপার বিথী রানী মণ্ডলসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভূলবাড়িয়া গ্রামের রমজান মোল্লার ছেলে হানিফ মোল্লা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধ ও অননুমোদিত নকল পণ্যের কারখানা গড়ে তুলে বাজারজাত করে আসছিল।

র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনকে জানালে শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য ও পণ্য তৈরির সরঞ্জাম উদ্ধার করেন এবং কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দেন এবং আটক নকল পণ্যগুলো ধ্বংস করে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর