ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শরীয়তপুরে ৮ কিলোমিটার জুড়ে নদী ভাঙন
অনলাইন ডেস্ক

পদ্মা-মেঘনা নদী বেষ্টিত শরীয়তপুর জেলায় বর্ষা মৌসুমের মাঝামাঝিতে ব্যাপক নদীর ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যেই জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায়  ৮ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। 

এরইমধ্যে ফসলি জমিসহ অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছে ভাঙন কবলিত এলাকার মানুষ।

এছাড়া ভাঙনে হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য বাড়িঘর। ভাঙন কবলিতদের দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করতে হবে। 

ভাঙন রোধে জরুরি কাজের অনুমতি না পাওয়ায় এখনো কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে পানি উন্নয়ন বোর্ডে সুপারিশ করে পাঠানো হয়েছে। যদি অনুমতি পাওয়া যায় সে ক্ষেত্রে জরুরি জো ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করবেন এমনটি জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এস এম হাবিবুর।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর