ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কেন্দুয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
হালিম মিয়া

নেত্রকোনার কেন্দুয়ায় কৈজানি নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর হালিম মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।

রবিবার সকালে কৈজানি নদীতে মদন উপজেলার বাশরি গ্রামের অংশে লাশটি ভেসে ওঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত হালিম একজন পেশাদার জুয়ারি। গত শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়ার কান্দুলিয়া ইউনিয়নের তাম্বুলিপাড়া এলাকায় জুয়া খেলার আসর বসান। পুলিশের নিয়মিত জুয়াবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করলে খবর পেয়ে পালাতে পাশের কৈজানি নদীতে ঝাপ দেন তিনি। এরপর আর খোঁজ পাওয়া না গেলে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযান পরিচালনা করেও সন্ধান পায়নি।

হালিম মিয়া কেন্দুয়া উপজেলার সান্দিকোনার আব্দুল হামিদের (সুনু) ছেলে।

কেন্দুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার আশরাফ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন সূত্রে আরও জানা গেছে, উপজেলার তাম্বুলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ট্রলারে জুয়ার বোর্ড বসিয়ে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে ওই জুয়ার বোর্ডে হানা দেয় কেন্দুয়া থানার পুলিশ।  এসময় জুয়ারিরা পুলিশের গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে হালিম নিখোঁজ হন।  

এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম খান জানান, আমি ঘটনাস্থলে বাঁশরীতে আছি। শুক্রবার নিখোঁজ হালিমের লাশ শনাক্ত করা হয়েছে। সুরতলের রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে।

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর