ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাইবান্ধায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য আইনের আওতায় ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের মূল্য প্রায় ৩ লাখ টাকা। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু। 

এরআগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব চায়না দুয়ারি জাল জব্দের পর উপজেলা পরিষদ মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, রবিবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর হরিপুর ইউনিয়নের বিভিন্নস্থান থেকে ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন। এসব জালের মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে জনসম্মুখে এসব তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। অভিযান চালিয়ে ৫৩ টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর