ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গৃহকর্মীদের অধিকার বিষয়ে রাজশাহীতে গোলটেবিল বৈঠক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ‘‘গৃহকর্মী পেশায় নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায়: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক-গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজশাহী একটি হোটেলের কনফারেন্স কক্ষে বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় গোলটেবিল বৈঠকটি আয়েজন করে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি।

গৃহকর্মীদের অধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের সহযোগিতায় গৃহকর্মীদের অংশগ্রহণে আন্তর্জাতিক গৃহকর্মী দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে গৃহকর্মীর জন্য মানসম্মত পরিবেশ এবং আত্মমর্যার্দা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার দাবি তুলে ধরা হয়। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রশীদুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপপরিচালক এটিএম গোলাম মাহবুব, সুজনের রাজশাহীর সভাপতি সফিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি। এর আগে সকালে র‌্যালির মাধ্যমে গৃহকর্মী দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার দেওয়ান হুমায়ুন কবীর।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর