ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

র‌্যাবের হাতে মাদকসহ গ্রেফতার ৬
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর র‌্যাব-১০ ক্যাম্পের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে একহাজার ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া মাদক দ্রব্য বহনের কাজে নিয়োজিত দুটি মাইক্রোবাস, একটি ইজিবাইক জব্দ করা হয়। সোমবার দুপুরে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ক্যাম্প কমান্ডার কে এম শাইখ আখতার।

এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাবের একটি দল রবিবার রাতে রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১শ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয় শাহিন আলী (৩৪) ও ইমন ইসলাম (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে। তাদের দুইজনের বাড়ী কুষ্টিয়া জেলায়। এছাড়া একই রাতে ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনকান্দায় একটি মাইক্রোবাস ও ইজিবাইক তল্লাশি করে সেখান থেকে ৯শ ২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানে মাদকের পাশাপাশি দুটি মাইক্রোবাস, একটি ইজিবাইক, নগদ ১৬ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ করে। এ সময় গ্রেফতার করা হয় আকবর সরদার (৪১), মোঃ সজিব (৩৮), মোঃ রাহাত বেপারী (৩৪), দিপু কুমার শীল (৪২)। দুটি অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। 

বিডি প্রতিদিন/এএ

 



এই পাতার আরো খবর