ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে ছাত্রলীগের বাধা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে শহরের সাতমাথায় এ ঘটনা ঘটে। এ সময় ব্যানার কেড়ে নেয়া ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।  

জানা যায়, মঙ্গলবার সকালে বগুড়া শহরের সাতমাথায় কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখা। কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশে জোট নেতৃবৃন্দ বক্তব্য শেষ করে একটি মিছিল নিয়ে সাতমাথা থেকে কাজী নজরুল ইসলাম সড়ক ধরে এগোতে থাকে। মিছিলটি কাজী নজরুল ইসলাম সড়কের মাঝামাঝি পৌঁছালে ছাত্রলীগ নেতৃবৃন্দ মিছিলটির সামনে গিয়ে বাধা প্রদান করে। বাম নেতৃবৃন্দের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি ও ব্যানার কেড়ে নেয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের বাধার মুখে মিছিল শেষ না করেই বাম নেতারা চলে যান।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর