ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিক্ষক আবুল হোসেনের হত্যার বিচার দাবিতে দিনাজপুরে মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নীলফামারী সদরের শিক্ষক মরহুম ক্বারী আবুল হোসেনের নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন পালন করেছেন মউশিক শিক্ষকরা। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের সম্মুখ মহাসড়কে এই মানববন্ধন করেন তারা। রংপুর বিভাগের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের রংপুর বিভাগের ৮টি জেলা ও ৫৮টি উপজেলার শিক্ষকরা একসাথে বিভাগীয় কর্মসূচির আওতায় দিনাজপুরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রংপুর বিভাগের কোষাধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের দিনাজপুর শাখার সভাপতি মাওলানা মোঃ আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সোবহান, দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোজাম্মেল হক তাদের বক্তব্যে বলেন, রংপুর বিভাগীয় কর্মসূচির আওতায় আজ আমরা দিনাজপুরে মউশিক শিক্ষক মরহুম ক্বারী আবুল হোসেনের নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করছি। গত পহেলা জুলাই নীলফামারী জেলা সদরের হরতকি তলার বাসিন্দা ও মউশিক শিক্ষক এবং মসজিদের ইমাম ক্বারী আবুল হোসেনকে কে বা কারা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ প্রশাসন আজ পর্যন্ত হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পারেনি। আমরা উক্ত হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে মউশিক শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। উক্ত মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, রংপুর বিভাগীয় কমিটি দিনাজপুর জেলা ও সদর উপজেলা কমিটির শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর