ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কালিয়াকৈরে আন্তঃউপজেলা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আন্তঃউপজেলা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার  সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ অ্যাডভেনটিস্ট সেমিনারি স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার। 

মোট ৭২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পক্ষে ভাষা শহীদ আব্দুর জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ ও বিপক্ষে ট্যালেন্টপুল উচ্চ বিদ্যালয়। বিজয় লাভ করেন ভাষা শহীদ আব্দুর জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর