ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

‘সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সহ-ব্যবস্থাপনা এবং সাগরে নিরাপত্তা বিষয়ক’ বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জেলে ও  মাঝিমাল্লা অংশ নেন। কর্মশালা শেষে বুধবার দুপুরে সমুদ্রগামী জেলেদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটি  উপজেলার মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করে। এ সময় কলাপাড়া ব্র্যাকের এরিয়া ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, ট্রলার মালিক সমিতির সভাপতি মো.দেলোয়ার গাজীসহ আলীপুর মৎস্য সহ-ব্যবস্থা কমিটির সদ্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ওইসব সমুদ্রগামী জেলেদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন কলাপাড়া মৎস্য অফিস সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো আশিকুর রহমান, ইকোফিশ-২ এর গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান,ফিল্ড ফ্যাসিলিটিটর আবুল বাশার।

বিডি প্রতিদিন/এএ  



এই পাতার আরো খবর