ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগাতিপাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসের স্যাপার কনভেনশন হলে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথি থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন। শিক্ষাই সেবা-সেবাই শিক্ষা এই স্লোগানে স্থানীয় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজন করে। একই অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করে। শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা যশোর এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক মোঃ হামিদুল হক। 

অনুষ্ঠানে বাউয়েটের তথ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম এবং সহকারী শিক্ষক মোঃ শামীম ইকবালের পরিচালনায় এবং আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও অতিরিক্ত সচিব (অবঃ) সিদ্দিকুর রহমান, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনেছ আলী সরদার প্রমুখ। ক্রেস্ট ও সনদপত্র পেয়ে কৃতি শিক্ষার্থীরা উচ্ছ¡াস প্রকাশ করেন। 

বিডি প্রতিদিন/এএ  



এই পাতার আরো খবর