ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে আন্দোলনকারী ১৩২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ১৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. মেহেদী হাসান। পুলিশ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে।

ওসি মেহেদি হাসান জানান, শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে পুলিশ। নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার পর আইয়ুব আলী, আলমগীর কবীর ও রাহুল হাসান নামে তিন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আইয়ুব আলী জামায়াতের রুকন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি জানান, এর আগেও কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া আরো দুজনকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর