ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দুমকিতে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ২৫
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে বাউফল-পটুয়াখালী সড়কের মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজের ওপর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এতে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা। সেই সাথে যোগ দেয় পুলিশও। হামলায় প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুমকি আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজসহ অন্যান্য স্কুল কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষার্থীর ওপর হামলা কেন জবাব চাই, দিতে হবে’, ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে  বলছে কে বলেছে, সরকার সরকার’ ইত্যাদি স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করেন। 

পরে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। একইসাথে হামলা চালায় পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ত্রিমুখী সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর