ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ৩
টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃতরা হলেন মায়ানমার মংডু  বুড়া সিকদার পাড়ার নুরুল আমিনের সৈয়দ নুর (২০), উখিয়া বালুখালী রোহিঙ্গা ১১ নং ক্যাম্পে ব্লক-জে/২ এর বাসিন্দা মৃত কালা মিয়া ছেলে মোহাম্মদ মিয়া (৪৬) ও বালুখালী রোহিঙ্গা ১১ নং ক্যাম্পের, ব্লক-ডি/১ এর বাসিন্দা মৃত আবদুল আলীর ছেলে মোহাম্মদ রফিক (২৩)। 

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বুধবার রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তিনজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারিদের দেহ ও তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে সর্বমোট ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর