ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, গুলিবিদ্ধসহ আহত শতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হবিগঞ্জ শহর। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শহরের বিভিন্ন স্থানে ৪ ঘণ্টা ধরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, শিক্ষার্থী ও পথচারীসহ আহত হয়েছে শতাধিক।

বিকাল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১২টার দিকে সদর থানার সামনে শিক্ষার্থীদের একটি মিছিল গেলে পুলিশ ধাওয়া দেয়। শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থাপনায় ইট-পাটকেল ছোঁড়া হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট মসজিদ রোডে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। আন্দোলন দমাতে পুলিশ, র‌্যাব ও বিজিবি যুক্ত হয়। সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দেয়।

এএসপি খলিলুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং জনগণের জানমাল নিরাপত্তায় কাজ করছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর