ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বান্দরবানে সাময়িকভাবে কারফিউ প্রত্যাহার
বান্দরবান প্রতিনিধি

দেশের জাতীয় সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় জারি করা সারাদেশের অনির্দিষ্টকালের কারফিউ মঙ্গলবার ২৩ জুলাই সকাল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করেছে বান্দরবান জেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলার নিরাপত্তা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে মঙ্গলবার সকাল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বান্দরবান জেলার কারফিউ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এ জেলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

তিনি জানান, সাম্প্রতিক সহিংসতায় জড়িত কেউ যেন এ জেলায় আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে সজাগ রয়েছে জেলা পুলিশ।

এদিকে মঙ্গলবার থেকে সাময়িকভাবে কারফিউ প্রত্যাহার করায় বান্দরবান বাজারের দোকানপাঠ ও ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। রাত সাড়ে ৭টার দিকে বান্দরবানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) এর ইন্টারনেট চালু হলেও ধীরগতি থাকায় খুলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 



এই পাতার আরো খবর