ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কারফিউ শিথিল, বঙ্গবন্ধু সেতু দিয়ে ১২ ঘণ্টায় ৭২৭৭ গাড়ি পারাপার
টাঙ্গাইল প্রতিনিধি
ফাইল ছবি

কারফিউ শিথিল থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মেটারসাইকেল ছাড়াও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। 

যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশকে টহল দিতে দেখা গেছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করতে দেখা গেছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। 

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, গত কয়েকদিনের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। গত ১২ ঘণ্টায় এতে ৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ৭৩২টি বাস, ৩ হাজার ৬৪টি ট্রাক, ৮৯০টি মোটরসাইকেল এবং ২ হাজার ৫৯১টি বিভিন্ন প্রকার হালকা যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর