ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন সিএনজি অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা লক্ষ্মীপুর সড়কের মান্দারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক নুর মোহাম্মদ।

নিহতরা হলেন-সদর উপজেলার কংসা নারায়ন এলাকার বাসিন্দা মৃত নুরল ইসলামের ছেলে নুরুল আমিন (৭০) ও বাঙ্গাখা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে সাফায়েত হোসেন তাহের (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি স্টার লাইন বাস ঘটনাস্থলে এসে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় সিএনজি অটোরিকশা। এসময় অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকায় নেওয়ার পথে নুরুল আমিন ও তাহের মারা যান। অপর আহতরা হলেন-হোসনেয়ারা, সুইটি আক্তার ও আব্দুর রহমান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর