ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বগুড়ায় সভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আকতার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতলুবর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলুসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।  সভায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস ও জীবনী সম্পর্কে জানাতে হবে। বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য যা যা করেছেন সেগুলো তাদের মাঝে তুলে ধরতে হবে।  আলোচনা সভায় আগামী ১৫ আগস্টে কর্মসূচির মধ্যে রয়েছে-সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার গৌরবোজ্জল কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে। পরে আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর