ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লুট শেষে ককটেল ফাটিয়ে পালাল ডাকাত দল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নারীসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

ডাকাতি শেষে পালানের সময় এলাকায় অতঙ্ক সৃষ্টি করার জন্য বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতরা।   ভুক্তভোগীরা জানান, বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে ২০-২৫ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দেয়। তারা (ডাকাত) প্রথমে মোতালিব ও তার ছোট ভাই কামরুলের পাওয়ার লুম কারখানার শ্রমিকদের জিম্মি করে হামলা করে। এসময় স্বর্ণাঙ্কার, টাকা ও অন্যান্য মালপত্র লুট করে ডাকাতরা।

তারা আরও জানান, আহত শুভ কৌশলে লোকজন জড়ো করে মসজিদের মাইক দিয়ে এলাকায় ডাকাত পড়ার বিষয়টি ঘোষণা করেন। লোকজন জড়ো হতে থাকলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে প্রশাসন।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর