ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দেশে ফিরে ইরাকি মালিককে আপত্তিকর ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল, অতঃপর...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
অভিযুক্ত আনিছুর রহমান

গাজীপুরের শ্রীপুর থেকে ইরাকে চাকরি করতে গিয়ে মালিকের আপত্তিকর ভিডিও মুঠোফোনে ধারণ করেন আনিছুর রহমান নামের এক বাংলাদেশি যুবক। দেশে ফিরে হোয়াটসঅ্যাপে নিজের মুঠোফোনে ধারণকৃত ওই ভিডিও ইরাকি মালিকের মুঠোফোনে পাঠিয়ে দুই লাখ ডলার চাঁদা দাবি করেন। চাহিদামতো ডলার না দিলে ওই ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। 

পরে ইরাকি ওই মালিকের ছেলে দাবান বাংলাদেশে এসে ওই যুবকের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে শ্রীপুর থানায় মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত আনিছুর রহমান (৩২) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের প্রহলাদপুর গ্রামের মো. শহিদুল্লার ছেলে। 

শ্রীপুর থানার উপ পরিদর্শক এসআই মো. হেলাল উদ্দিন জানান, আনিছুর রহমান ইরাকে ওই মালিকের বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। গোপনে ওই মালিকের আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন মুঠোফোনে। পরে দেশে ফিরে ওই ভিডিও মালিকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দুই লাখ ডলার চাঁদা দাবি করেন। এ ঘটনায় ইরাকী মালিকের ছেলে দাবান কাওয়ার গারিফ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলার অভিযুক্ত আনিছুর রহমানকে গ্রেফতার করে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

   বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর