ঢাকা, শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

সাতক্ষীরায় গ্রেফতার ৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর
সাতক্ষীরা প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরায় আটক ৬ এইচএসসি পরীক্ষার্থীকে আদালত জামিন মঞ্জুর করেছেন। দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. সালাউদ্দীন আহম্মেদের আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষে শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের কাজী সাকিব হাসান (১৯), শহরের ইটাগাছার তাসিন ফারহান নিলয় (২২), দেবহাটার জগন্নাথপুর গ্রামের জাহিদ হোসেন (১৯), একই গ্রামের ফাহিম পারভেজ রনি (১৯), দেবী শহরের আসাদুল্লাহ ওরফে আকাশ (২০) ও সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গীর শেখ নাফিজুল ইসলাম (২০)।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল মজিদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের জাহিদ হোসেন (১৯), একই গ্রামের ফাহিম পারভেজ রনি (১৯) সাতক্ষীরা জেল সুপারের কাছে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের জন্য আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলসুপার বিষয়টি বিবেচনায় নিয়ে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তারা দু’জনই সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী। তবে শুক্রবার বিশেষ ব্যবস্থাপনায় সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরসহ ৬ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

কোনা সংস্কার আন্দোলন করতে গিয়ে পুলিশের করা মামলায় ১৮ জুলাই তারা গ্রেফতার হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর