ঢাকা, রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

খুলনায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর, জেলা পরিষদে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও খুলনা জেলা পরিষদ চত্বরে পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই সাথে বিভিন্ন সড়কে টানানো আওয়ামী লীগ নেতাদের বিলবোর্ড ভাঙচুর করা হয়।

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শিববাড়ি মোড় থেকে একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট হয়ে হাদিস পার্কের সামনে আওয়ামী লীগের অফিসের দিকে অগ্রসর হয়।

দুপুর ১২টার দিকে তারা শঙ্খ মার্কেটের দুইপাশের কলাপসেবল গেট ভেঙে মহানগর আওয়ামী লীগ অফিসে ঢুকে পড়ে। এসময় আওয়ামী লীগ অফিসের দোতলায় থাকা চেয়ার-টেবিল আলমারি ভাঙচুর করা হয়। অফিসে থাকা কয়েকজন কর্মীকে মারধর ও অফিসের মালামালে আগুন লাগানো হয়।

এরপর দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে জেলা পরিষদের দিকে অগ্রসর হয়। প্রধান ফটক বন্ধ থাকায় কয়েকজন লোহার গ্রিল টপকে ভেতরে ঢোকে। তারা জেলা পরিষদের সামনের চত্বরে থাকা পাঁচটি মোটরসাইকেলে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উপস্থিত হলে হামলাকারীরা সিটি করপোরেশনের সামনে দিয়ে সদর থানা মোড় হয়ে পিকচার প্যালেসের দিকে চলে যায়।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, এই হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর