ঢাকা, রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

সুনামগঞ্জে পুলিশ-আওয়ামী লীগ-ছাত্রজনতার দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও তাদের সাথে সহংতি জানানো জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ চলছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় থেকে সংঘর্ষ শুরু হয়। পরে থেমে থেমে কোর্ট পয়েন্ট, জামতলা, পুরাতন বাস্ট স্টেশন কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় চলে ধাওয়া পালটা ধাওয়া। এতে অন্তত পক্ষে ২০ থেকে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, দুপুরের পর থেকে গুলিবিদ্ধ ২০ জন চিকিৎসার জন্য এসেছেন। গুরুতর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷সংঘর্ষ চলাকালে সাধারণ শিক্ষার্থীকে উদ্দেশ্য করে পুলিশের পক্ষ থেকে টিয়ারগ্যাস রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় পুলিশকে উদ্দেশ্য করে শিক্ষার্থী ও সাধারণ জনতা ইটপাটকেল ছুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর