ঢাকা, বুধবার, ৭ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে জামিন পেলেন ৬৩ জন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলার আসামি হিসেবে গ্রেফতার ৬৩ নেতা জামিনে মুক্ত হয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত তারা মুক্তি পেয়েছেন বলে জিআরও ও আইনজীবী জানিয়েছেন। 

বরিশাল মহানগর পুলিশের তিন থানার নিবন্ধন কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় বিশেষ আদালতে দেয়া জামিনে মুক্ত হয়েছেন তিনজন। এদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতা এ্যাড লিংকন উল্লেখযোগ্য। আজ একসাথে জামিনে মুক্ত হয়েছেন ৬০ জন। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ ইমন বলেন, মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালত, মহানগর ও জেলা বিচারিক হাকিম আদালতের মাধ্যমে ৬০ জন জামিনে মুক্তি পেয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

 



এই পাতার আরো খবর