ঢাকা, বুধবার, ৭ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা। মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।

বগুড়া জেলা সমন্বয়ক সাকিব খানের সভাপতিত্বে ও মো. সৈকত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমি ফারাবি, শিক্ষার্থী অভিভাবক রেজাউল করিম, জেলা সমন্বয়ক মো. জাকিরুল ইসলাম, ছাব্বির আহম্মেদ রাজ, নিয়তি সরকার নিতু, নাজমুল হাসান নেহাল, এপিবিএন শিক্ষার্থী আহনাব প্রমুখ।

কর্মসূচি থেকে যেকোনো ধরনের সাম্প্রদায়িক হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস জানমালের ক্ষতি করা থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এর আগে, আন্দোলনে সকল নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমবেত ছাত্র-জনতা জাতীয় সংগীত পরিবেশন করেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর