ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সুনামগঞ্জে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে মতবিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ডিসির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ, ২৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া, পুলিশ সুপার এমএন মুর্শেদ, জেলা আনসার কমান্ডার কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল বছির।

আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান, নায়েবে আমির শামস উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী, সোহানুর রহমান সোহান, ব্যবসায়ী এনাম আহমদ, জাহিদ আহমদ, পূজা উদযাপন পরিষদের নেতা বিজয় কুমার দাস, বিমল বণিক প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর