ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার আহ্বান
লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে চলমান অস্থিরতা রোধে জনমনে স্বস্তি ফেরাতে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপেিতত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার দুই থানা থেকে লুটকৃত অস্ত্র ২৪ ঘণ্টার মধ্যে জমা দেয়ার আহবান জানানো হয়।

সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জেলা বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস,  জেএসডি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ তারিখে ঘটে যাওয়া বিভিষিকাময় পরিস্থিতির বর্ণনা দেন। আন্দোলনে শহীদদের শ্রদ্বা জানিয়ে লক্ষ্মীপুরে আন্দোলনরত ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো সেই তাহের পরিবারের সন্ত্রাসী টিপুর শাস্তি নিশ্চিত ও শহীদদের পরিবারকে সহায়তার দাবী করেন। একই সঙ্গে জেলায় শান্তি ফেরাতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহায়তার প্রতিশ্রুতি দেন।  প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার তারেক বিন রশীদ হত্যায় ব্যবস্থা গ্রহন করতে ও আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চান।  জেলা প্রশাসক সুরাইয়া জাহান তার বক্তব্যে কোটা আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবার ও আহতদের চিকিৎসায় মানবিক সহায়তার আশ্বাস দেন। এদিকে চলমান পরিস্থিতিতে রামগঞ্জ ও রায়পুর থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনার কথা তুলে ধরে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে: কর্ণেল শফিকুল ইসলাম আগামী ২৪ ঘন্টার মধ্যে তা জমা দিতে রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ জানান।

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন সিভিল সার্জন ডা. আহমেদ কবির, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আহমেদ ফেরদৌস মানিক, সম্পাদক মো. হাসান, অ্যাডভোকেট মহসিন কবির, আবুল ফারাহ নিশান, নুর মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি হোছাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর