ঢাকা, শনিবার, ১০ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় বিভিন্ন থানায় কাজ শুরু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা বগুড়ার বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ কারণে বন্ধ হয়ে যায় জেলার সকল থানার কার্যক্রম। এছাড়া পুলিশ সদস্যরা ১১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতী পালন করেন। তারা জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসব ঘটনার পর গত শুক্রবার বিকেলে থেকে বগুড়া জেলার ১২টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি থানায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এখনও থানা পুলিশ সড়কে টহল দেয়া থেকে বিরত রয়েছেন। 

এদিকে শনিবার সকালে ক্ষতিগ্রস্থ বগুড়া সদর থানা পরিদর্শন করেন মেজর জেনারেল মোঃ খালেদ আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, বগুড়া পুলিশ সুপার জাকির হাসান, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।  দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, এই থানায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।  শুক্রবার বিকেলে থেকে খুব সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হয়েছে। তবে থানার বাইরের কার্যক্রমে এখনও পুলিশ অংশ নেয়নি। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, শেরপুর থানার কার্যক্রম চালু করা হয়েছে। তবে সড়কে টহলের কাজ বন্ধ রয়েছে।  

বগুড়া সদর উপজেলার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা জানান, বগুড়া জেলার প্রত্যেক থানায় নিরাপত্তা জোরদার করতে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। আলোচনার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, বগুড়া সদর থানার সবকিছু পুড়ে যাওয়ায় কাজ করার মত পরিবেশ নেই। সে কারণে সদর থানার কার্যক্রম ডিবি কার্যালয়ে করা হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার ১২টি থানার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর