ঢাকা, সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

সীমান্তে গরুসহ ৫ ভারতীয় পাচারকারী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশে গরু পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ৩টি গরুসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-ভারতের পশ্চিমবাংলার মুর্শিদাবাদের মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), ওলিল মহালদারের ছেলে বাইতুল মহালদার (১৮) ও মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)।

শনিবার সকালে তাদের আটকের পর যাচাই-বাছাই শেষে রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান।

তিনি জানান, শনিবার সকালে ভারত থেকে পদ্মা নদী পার হয়ে দুটি নৌকায় করে ৩টি গরু নিয়ে পাঁচজন ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় জলপথে টহল দেওয়ার সময় রঘুনাথপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের গরুসহ আটক করে। পরে তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর