ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নীলফামারীতে ছাত্রদলের র‌্যালি
নীলফামারী প্রতিনিধি:

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য আলেম ও মাদরাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার দুপুরে অনুষ্ঠিত শোক র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। শোক র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে শোক সভায় মিলিত হয়।  জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে শোক সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।  পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  শোক সভায়, গত ১৫ বছরে অসংখ্য খুন গুম এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমনেরও প্রতিবাদ জানানো হয়। ছাত্রদল ছাড়াও বিএনপি, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর