ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন রংপুর মহানগর যুবদল। অন্যথায় বিগত সাড়ে ১৬ বছরে সংঘটিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা।
বুধবার দুপুরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা, খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম