ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কুড়িগ্রামে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবি
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রুখসানা পারভীনের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তার অপসারণ ও অনিয়ম তদন্তের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে তার অপসারনে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরের দিকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ শতাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে পরে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করতে থাকে।এরপরে শিক্ষার্থীদের পক্ষে ৫ জন শিক্ষার্থী জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের হাতে তাদের দাবির পক্ষে স্মারকলিপি তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মাশরুর,অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেনসহ বিভিন্ন ইলেকট্রন্ক্সি ও প্রিন্টি মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক তাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনে দুনীতির দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগ ও অনিয়ম তদন্তের ব্যাপারে তাদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে। এসময় তারা বৃহস্পতিবার বিকেল ৪ টা অর্থাৎ ২৪ ঘন্টা সময় বেধে দেয়। শিক্ষার্থীদের পক্ষে এসময় বক্তব্য রাখেন কাজী তাবাসসুম হক কর্ণিয়া, ফারিহা তাবাসসুম অর্পি, বর্ষণ বেনজির, আফরা আনান প্রভা ও মার্জিয়া নুর প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর