ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুরের সাংবাদিক সমাজ। বুধবারের সকাল ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কাযলয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন তোজাম্মেল আজম, ফজলুল হক মন্টু, আল অমিন হোসেন, মাহবুবুর হক পোলেন, ইয়াদুল মোমিন, ওমর ফারুক প্রিন্স, শের খান, তৌহিদুদ্দৌলা, মাহাবুবব চান্দু, দিলরবা খাতুন প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদিক।
বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দায়িত্ব বর্তমান সরকারসহ ছাত্র-জনতার কাছে দাবি জানিয়েছেন। বক্তারা আরও বলেন, স্বাধীন দেশে দিনে-দুপুরে মিডিয়ার ওপরে এই নগ্ন হামলা দুর্বৃত্তায়নের জানান দেয়। অচিরেই এই দুর্বৃত্তায়নের চর্চা বন্ধ করতে হবে।
বিডি প্রতিদিন/এএ