ঢাকা, শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নোয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক
নোয়াখালী প্রতিনিধি

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নোয়াখালী জেলা দুর্যোগ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালী জেলার প্রশাসক কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা বন্যা কবলিত। এসব উপজেলায় ইতোমধ্যে ৩৮৮ আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৬ হাজার বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে। জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আমরা শুকনো খাবার দেয়ার চেষ্টা করছি। আমাদের উপজেলার কর্মকর্তাবৃন্দ মাঠে কাজ করছে। স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমরা বিত্তশালী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। প্রশাসন ও সরকারের পক্ষ থেকে এতোমধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা চাহিদার কথা জানিয়েছি।

তিনি আরও বলেন, নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতাই ছিল। কিন্তু ফেনী জেলার মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সেটা নোয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর