ঢাকা, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ইন্সট্রাক্টর ইনচার্জের পদত্যাগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ইন্সট্রাক্টর ইনচার্জের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা পদত্যাগ করেছেন। 

নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে ইন্সট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা ও হাউস কিপার হামিদা বেগমের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করে নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া হয় না। জোরপূর্বক শিক্ষার্থীদের দিয়ে ইনচার্জ ব্যক্তিগত কাজ করান। অতিথি শিক্ষকের মাধ্যমে ১২টি করে ক্লাস নেওয়ার কথা থাকলেও সে অনুযায়ী ক্লাস হয় না অথচ অতিথি শিক্ষকদের বরাদ্দকৃত ৩ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন।

এছাড়াও নারী শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে ইনচার্জ সবিতা রানী ওঝা এবং হাউসকিপার হামিদা বেগমের বিরুদ্ধে।

এ সময় শিক্ষার্থীদের চাপের মুখে দুপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সবিতা রানী ওঝা। অন্যদিকে হাউস কিপার হামিদা বেগম প্রতিষ্ঠানে ছিলেন না।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর