ঢাকা, শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পাহাড় ধসের ৫ ঘণ্টা পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক
রাঙামাটি প্রতিনিধি
৫ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সড়ক থেকে মাটি অপসারণ করে রাঙামাটি ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপদ বিভাগ

রাঙামাটি ও চট্টগ্রাম মহাসড়কে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহষ্পতিবার সকাল ৮টায় রাঙামাটি ঘাগড়া ইউনিয়নে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে রাঙামাটি ও চট্টগ্রাম মহা সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে ৫ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সড়ক থেকে মাটি অপসারণ করে রাঙামাটি ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপদ বিভাগ। এখন যানবাহন চলাচল স্বাভাবিক।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় থেকে নেমে আসছে পাথুরে মাটি। নামছে পাহাড়ি ঢল। এতে যানবাহন ও পথচারীদের চলাচলের ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। তবে সড়কের যেসব স্থানে মাটি পড়ে সড়ক বন্ধ হয়েছিল সেগুলো অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গেল কয়েক দিন টানা বৃষ্টিপাত অব্যাহত আছে রাঙামাটিতে। কখনো ভারী, কখনো মাঝারি আবার কখনো গুঁড়ি গুড়ি বৃষ্টিপাত লেগে আছে পাহাড়ে। এতে ধস শুরু হয়েছে রাঙামাটি জেলাজুড়ে। উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। আতঙ্ক বিরাজ করছে পাহাড়বাসীর মনে।

স্বেচ্ছাসেবক দলগুলো বলছে, শুধু রাঙামাটি শহর এলাকায় দেড় লাখ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো- শহরের শিমুলতলী, নতুন পাড়া, মনতলা, রাঙ্গাপানি, রির্জাভ, এসপি অফিস সংলগ্ন এলাকা, শহীদ আবদুুল আলী একাডেমী সংলগ্ন ঢাল, পুলিশ লাইন সংলগ্ন ঢাল, স্বর্ণটিলা পাহাড়ের ঢাল, রাজমণিপাড়া পাহাড়ের ঢাল, রেডিও স্টেশনের পাশে শিমুলতলী পাহাড়ের ঢাল, লোকনাথ মন্দির পাহাড়ের ঢাল, আনসার ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন পাহাড়ের ঢাল, চম্পক নগর পাহাড়ের ঢাল, পাবলিক হেলথ পাহাড়ের ঢাল, আমানতবাগ পাহাড়ের ঢাল, মুজিবনগর পাহাড়ের ঢাল এলাকা। টানা বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক, রাঙামাটি আসামবস্তি- কাপ্তাই ও ঘাগড়া-কাপ্তাই সড়কে ধস দেখা দিয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খাঁন বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদে সরে যেতে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালন হচ্ছে। মানুষের জানমাল রক্ষা করতে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সেচ্ছা সেবক দল। আশ্রয় কেন্দ্র খোলা আছে।

বিডি প্রতিদিন/জুনাইদ



এই পাতার আরো খবর