ঢাকা, শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

ফেনীতে ডুবে গেছে একতলা বাড়ি, সড়কে গলা পর্যন্ত পানি
ফেনী প্রতিনিধি

ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শহরের প্রায় প্রতিটি একতলা বাড়ি পানির নিচে। প্রধান প্রধান সড়কে গলা পর্যন্ত পানি। ঘর থেকে কেউ বের হতে পারছেন না।

প্রতিটি মসজিদে সবাইকে সতর্ক থাকার জন্য ও উঁচু ভবনে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছে। সদর উপজেলা, সোনাগাজী উপজেলারও একই অবস্থা।

পরশুরাম ও ফুলগাজীর বন্যার পানি কমছে। তবে পুরো জেলায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে। ফেনী শহর এখন প্রায় পানির নিচে। পুরো শহরজুড়ে চলছে মানুষের আহাজারি। বাঁচার জন্য একরকম যুদ্ধ করছে মানুষ।

এদিকে, শতাধিক উদ্ধারকারী ইঞ্জিনচালিত বোট, স্পিডবোট ও নৌকা ফেনীতে সহযোগিতার জন্য এসেছে। সেগুলো সড়ক পথের উপরে ওঠা পানি দিয়ে গ্রাম অঞ্চলের দিকে উদ্ধার কাজের জন্য প্রবেশ করছে। মিরসরাইয় পর্যন্ত অনেক বোট আসছে। তবে ফেনীর উদ্দেশ্যে আসলেও মহসড়কে প্রচুর পানি থাকায় ফেনী পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর