ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

চাকরি পুনর্বহালের দাবিতে সুনামগঞ্জ সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারিদের অবস্থান
সুনামগঞ্জ প্রতিনিধি

চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং এ নিয়োগ পাওয়া কর্মচারিরা।

এ সময় চাকরি পুনর্বহালের জন্য ঘুষ দাবি করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলামের অপসারণ দাবি করেন তারা। 

আন্দোলনকারীরা জানান, ১ দিনের নোটিশে হাসপাতালে আউটসোর্সিং এ নিয়োগ পাওয়া ৬৪ জন কর্মচারীর নিয়োগ বাতিল করে হাসপাতাল প্রশাসন। নিয়োগ পুনর্বহালের নামে প্রতিজনের কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার। সংশ্লিষ্টি এই দুই কর্মকর্তার অপসারণ দাবি করে ৫ দিন ধরে হাসপাতালের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মচারী সুহেল মিয়া, তৌহিদ মিয়া, শাহিনা আক্তার পলি, জাহিন হোসেন, মৃদুল, মোজাম্মেল, শহিদ হোসেন, সকিনা বেগম, তমা বেগম, রুজিনা বেগম প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর